‘সব দলেই চোর-জোচ্চর থাকে’। এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, শোভনদেববাবুর দাবি, ‘কোনও দল যদি দাবি করে যে তাদের দলে কোনও খারাপ লোক নেই তাহলে আমি সেই দলের হয়ে চাকরবৃত্তি করব।’ তাঁর কথায়, ‘আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, যারা অন্যায় করবে শাস্তি পাবে। আমাদের কিছু বলার নেই তাতে।’ পাশাপাশি শুক্রবার কেন্দ্রের বিরুদ্ধেও দুর্নীতিগ্রস্ত হওয়ার অভিযোগ তোলেন শোভনদেব চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোভনদেববাবু এই সব কথা বলেন।
কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল নেতা বলেন, ‘সিবিআই দিল্লির বিরুদ্ধে তদন্ত করলে সকলের কোমরে দড়ি পড়বে।’ মন্ত্রীর কথায়, ‘আজকে যারা ৫০ কোটি টাকা ধরা পড়া নিয়ে লাফালাফি করছে তারাই বিদেশে ১৩ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে যেতে রাস্তা করে দিয়েছিল। এই চোররা কিন্তু ধরা পড়ছে না। তবে একদিন ধরা পড়বে।’ এদিকে সরাসরি নাম না নিয়ে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও গতকাল মন্তব্য করেছিলেন শোভনদেববাবু।
খড়দার বিধায়ক বলেন, ‘বিধানসভাতে আলোচনা হচ্ছিল, মাননীয় স্পিকার বলেছিলেন… আমাদের প্রত্যেকেরই ভাষা সংযত হওয়া উচিত। সেটা আমার দল হোক, বিরোধী দল হোক অথবা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত কেউ হোক। তাঁকে আমরা শ্রদ্ধার চোখেই দেখি। তবে সকলেই একটু সংযত হয়ে কথা বললে ভালো হয়।’ উল্লেখ্য, সাম্প্রতিককালে ‘ইঁদুর’ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই আবহে বিধানসভার স্পিকারের বরাত দিয়ে ‘সংযত ভাষা’ প্রয়োগের বার্তা দিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।