নিয়োগ দুর্নীতিতে শুভেন্দুর বিরুদ্ধে দায়ের মামলা খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত শুভেন্দু অধিকারীও। এই দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা খারিজ করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে তাঁর প্রশ্ন, কী মতলবে করা হয়েছে এই মামলা?

২০০৯ সালে শিক্ষক নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তিতে পরীক্ষা হয়েছিল ২০১২ সালে। সেই সময় বোর্ডের সদস্য ছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেশপুরের তৃণমূলি বিধায়ক শিউলি সাহাকে বলতে শোনা যায়, কী ভাবে চাকরি হয়েছে তা আমি ভালো করেই জানি। সেই ভিডিয়োকে হাতিয়ার করে শুভেন্দুর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করেন, মামলায় মারাত্মক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ সত্যি হলে প্রচুর মানুষের বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিক আদালত।

পালটা বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ‘তৃতীয় ব্যক্তির করা দাবির ভিত্তিতে এই মামলার ভিত্তি কী? কেউ যদি বঞ্চিত হয়েছেন বলে মনে করেন তিনি আদালতে এলেন না কেন? ভিডিয়ো দেখে হঠাৎ মনে হয়েছে বিকার চাই?’

পালটা সব্যসাচীবাবু বলেন, ‘পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি মামলা করার মতো ছিল না। তাই মামলা করতে দেরি হয়েছে।’ কিন্তু এই যুক্তিতে কর্ণপাত করেননি বিচারপতি। তিনি বলেন, ১৩ বছরের পুরনো ঘটনায় এভাবে মুখের কথায় তদন্তের নির্দেশ দেওয়া যায় না। চাকরিপ্রার্থীদের কেউ আবেদন করলে বিবেচনা করতাম। এই বলে মামলাটি খারিজ করেন তিনি।

তৃণমূল জমানায় দীর্ঘদিন মন্ত্রী ছিলেন শুভেন্দু। অভিযোগ, সেই সময় নিজের প্রভাব ব্যবহার করে বহু অবৈধ চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।