ISL JFC vs EB Live:গোললল.. ২ মিনিটেই সুহেরের গোল, এগিয়ে গেল ইস্টবেঙ্গল

Advertisement

জামশেদপুর এফসি লিগ টেবলে তাদের চেয়েও নীচে রয়েছে। এই ম্যাচে জয়ে ফেরার সুযোগ রয়েছে বলে মনে করেন দলের হেড কোচ স্টিফেন কনস্টান্টাইন।

27 Nov 2022, 07:33:18 PM IST

শুরু হয়ে গিয়েছে খেলা

27 Nov 2022, 07:31:53 PM IST

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা

চিমা এবারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছে। দুই দলের সামনে ঘুরে দাঁড়ানো

27 Nov 2022, 07:30:01 PM IST

হেড টু হেডের ইতিহাস

হিরো আইএসএলে ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসি-র মধ্যে যে চারবার দেখা হয়েছে, তার মধ্যে একবার করে জিতেছে দুই দল। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-২১ মরশুমে প্রথম মুখোমুখিতে গোলশূন্য ড্র হয়। দ্বিতীয়বার ২-১-এ জেতে লাল-হলুদ বাহিনী। গত মরশুমে প্রথম লেগে ১-১ হয় এবং দ্বিতীয় লেগে ইশান পন্ডিতার ৮৮ মিনিটের গোলে জেতে জামশেদপুর এফসি।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।