মিঠাই-সিডের ছেলে শাক্যর আসল পরিচয় জানেন? খুদেকে চেনেন মোদিও! গান শুনলে চমকে যাবেন

Advertisement

#কলকাতা: মিঠাই। এই ধারাবাহিক প্রথম থেকেই মন কেড়েছে মানুষের। ছটফটে মিঠাইকে দেখতে ভিড় জমে যায় রোজ। কিন্তু সম্প্রতি মিঠাই ধারাবাহিকে বেশ কিছু বদল হয়েছে। যেমন বদলে দেওয়া হয়েছে সম্প্রচারণের সময়। তেমনই ধারাবাহিকের চিত্রনাট্যেও বদল এসেছে। দেখা যাচ্ছে মিঠাই মারা গিয়েছে। সিড এখন বড় পুলিশ অফিসার। মিঠাই ও সিডের ছেলে শাক্য ভীষণ দুষ্টু। তাকে সামলাতে নাজেহাল সকলে। তবে এখানেই শেষ নয়। এবার অবিকল মিঠাইয়ের মতো দেখতে এক মেয়ে এসে জোটে মোদক পরিবারে। শাক্যর টিচার হয়ে। তার নাম মিঠি। বোঝাই যাচ্ছে এবার গল্প এগোবে শাক্য-মিঠি ও সিডকে নিয়ে। তবে মিঠাই ও সিডের ছেলে শাক্যর আসল পরিচয় জানেন? জানলে অবাক হবেন!

শাক্যর আসল নাম ধৃতিষ্মান চক্রবর্তী। বয়স মাত্র ৫ বছর। ভাববেন না এই প্রথম সে জনপ্রিয়তা পাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি তাঁর রয়েছে। এইটুকু বয়সেই ৫টি ভাষায় গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে।

অসমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরাজি ভাষায় গান গেয়ে গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলেছেন। ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গারের খ্যাতিও দেওয়া হয়েছে। যে খবর আবার টুইট করে শেয়ার করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই খুদেকে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

৭০টির বেশি গান রেকর্ড করা হয়ে গিয়েছে শাক্যর। ফেসবুক ও ইউটিউবে তার প্রচুর ফলোয়ার। মায়ের সঙ্গেই প্রথম গান করা শুরু করে এই খুদে। সোশ্যাল মাধ্যমে ভীষণ জনপ্রিয়। তবে মাত্র ৫ বছর বয়সেই সে এবার টিভির পর্দায়। অভিনয়ে এসেও মন জয় করে ফেলেছে সকলের। শাক্যকে নিয়ে গর্ব হয় পরিবারের। ভবিষ্যতে রকস্টার হতে চায় এই খুদে। অন্যদিকে খুদের পর্দার বাবা সিড ওরফে আদৃত নিজেও খুব ভাল গায়ক। একটি ব্যান্ডও আছে তার। এখন এটাই দেখার মিঠাই ধারাবাহিকে কি এক সঙ্গে গান গাইতে দেখা যাবে শাক্য ও সিডকে? সে অবশ্য সময় বলবে। তবে এমন গায়ক বাবা-ছেলের জুটিকে নিশ্চয় ব্যবহার করবেন ধারাবাহিকের কর্তারা!

Published by:Piya Banerjee

First published:

Tags: Dhritishman Chakraborty, Mithai, Viral Video

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।