Man ‘destroys’ Portugal Flags: PFI-র সংগঠনের নিশান ভেবে কেরলে পর্তুগালের পতাকা ছেঁড়েন ব্যক্তি: রিপোর্ট

Advertisement

পর্তুগালের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগে কেরলে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। একাধিক রিপোর্ট উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তি আদতে বিজেপি কর্মী এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) একটি সংগঠনের পতাকা ভেবে পর্তুগালের পতাকা ছিঁটে দিয়েছিলেন। 

ফুটবল বিশ্বকাপের (আজ শুরু হচ্ছে) জন্য ইতিমধ্যে সেজে উঠেছে কেরল। যা নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তরফে টুইটও করা হয়েছে। তারইমধ্যে পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় কেরলের কান্নুরে এক ব্যক্তি পর্তুগালের পতাকা ছিঁড়ে দেন বলে অভিযোগ ওঠে। যা রাস্তার পাশে লাগিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তরা। পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি পর্তুগালের পতাকা ছিঁড়ে দিচ্ছেন। একাধিক স্থানীয় অনলাইন পোর্টালকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ব্যক্তি নাকি বিজেপির সমর্থক এবং পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) সংগঠন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পতাকা ভেবে সেই কাণ্ড করেছেন ওই ব্যক্তি।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরেে পিএফআই এবং আটটি শাখা সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে ভারত সরকার। কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, একাধিক অপরাধমূলক কাজ এবং সন্ত্রাসমূলক কাজকর্মে জড়িত আছে পিএফআই। বিদেশ থেকে অর্থ সাহায্যও পায়। যা দেশের অভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে বড়সড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছিল কেন্দ্র। (আরও পড়ুন: PFI banned for 5 years: ‘ছড়াচ্ছে উগ্রপন্থা, আছে সন্ত্রাস যোগ’, PFI-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্র)

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে যে ওই ব্যক্তি বিজেপির সমর্থক হতে পারেন। মদ্যপান করে সেই কাণ্ড করেছিলেন। এক পুলিশ আধিকারিককে এক পুলিশ আধিকারিক পিটিআই বলেছেন, ‘উনি বিজেপির সক্রিয় কর্মী নন। ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনওরকম ঝামেলা পাকানোর খবর মেলেনি।’ বিষয়টি নিয়ে অবশ্য বিজেপির কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তারইমধ্যে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে কেরল পুলিশ আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আপাতত জামিন পেয়ে গিয়েছেন তিনি।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।