ফের একবার বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। চার্জশিটের বেশ কিছু তথ্য সামনে এনে শুক্রবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

Advertisement

অখিল গিরিকে আক্রমণও শানান
Advertisement

অখিল গিরিকে আক্রমণও শানান

গত কয়েকদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কু-মন্তব্য করে বসেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এমনকি রাজ্যের বাইরেও বিতর্ক ছড়িয়েছে। দেশজুড়ে অখিল গিরির পদত্যাগের দাবি উঠছে। ইতিমধ্যে একাধিক অভিযোগ তৃণমূল নেতার নামে দায়ের হয়েছে। আর এহেন মন্তব্যের প্রতিবাদেই রামনগরে প্রতিবাদ মিছিলে আজ হাঁটেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, নাম না করে অখিল গিরিকে আক্রমণও শানান তিনি। এমনকি ক্ষমা নয়, গ্রেফতারের দাবিও জানান বিজেপি নেতা।

 ৮০ ভাগ লোক তাঁকে সাহায্য করছে

৮০ ভাগ লোক তাঁকে সাহায্য করছে

আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানান শুভেন্দু। বলেন, দিউলিয়া হবে সরকার। বেতন দেওয়ার টাকা থাকবে না বলে আক্রমণ তাঁর। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই শুভেন্দু বলেন, গত ছয়মাসে সরকার কি করছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আছে। এমনকি সরকারের ভিতরে থাকা ৮০ ভাগ লোক তাঁকে সাহায্য করছে বলেও বোমা ফাটালেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, তাঁরাও চাইছেন পিসি-ভাইপো মুক্ত বাংলা তৈরি হোক। এই বিষয়ে অনেকেই প্রকাশ্যে কিছু বলতে পারছেন না বলেও দাবি মেদিনীপুরের যুবরাজের।

তদন্তে আরও গতি বাড়বে বলেও মন্তব্য শুভেন্দুর

তদন্তে আরও গতি বাড়বে বলেও মন্তব্য শুভেন্দুর

পাশাপাশি তদন্তে আরও গতি বাড়বে বলেও মন্তব্য শুভেন্দু অধিকারীর। বলেন, একটি টিভিতে দেখেছি ইডি নাকি আরও সক্রিয় হবে। দেখতে থাকুন…। ছবি কেনার টাকাও সামনে আসবে বলে গুরুত্বপূর্ণ মন্তব্য শুভেন্দু অধিকারীর। তাঁর মন্তব্য দেখতে থাকুন। লটারি প্রসঙ্গে তাঁর দাবি, ওটা ভাইপো লটারি। তবে বক্তব্যের শুরুতেই তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ করেছেন বিধায়ক। বলেন, শিক্ষাদীক্ষা ও সংস্কৃতিই ঠিক করে দেয় কতটা পরিশীলিত ভাষা উচ্চারিত হবে আর হবে না। তবে অখিল গিরির মন্তব্যের জন্যে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের মাথা হেঁট হয়ে গিয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নয়, নাম না করে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন তিনি।

যদিও শুভেন্দুর পালটা দিয়েছেন কুণাল। আগামী কয়েকদিনের মধ্যেই ওই অঞ্চলে জনসভা করে শুভেন্দু’র অভিযোগের জবাব কুণাল দেবেন বলেও জানিয়েছেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।