জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল কেন সবচেয়ে বড় প্রতিযোগিতা, সেটা বুঝিয়ে দিল ফিফা। হাতে আর মাত্র কয়েকদিন। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট নিয়ে উত্তেজনার পারদ চড়ছে চড়চড় করে। বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা বিতর্ক, সমালোচনাকে দূরে রেখে প্রিয় তারকাদের দুরন্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
২০ নভেম্বর শুরু বিশ্বকাপ। এবারের বিশ্বযুদ্ধে অংশ নিয়েছে মোট ৩২টি দল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লক্ষ ডলার। ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়া পায় ২ কোটি ৮০ লক্ষ ডলার। অর্থাৎ এই পুরস্কার অর্থের কাছে অলিম্পিক, ক্রিকেট বিশ্বকাপ নেহাতই শিশু। কাতারে যে টাকার ছড়াছড়ি, তা আর বলার অপেক্ষা রাখে না। সকলকে পিছনে ফেলে কে পাবে সেরার শিরোপা? কে বিশ্বজয় করবে? কত পুরস্কার অর্থই বা পাবে সেই দল? জেনে নিন পুরস্কার অর্থের খুঁটিনাটি।
মোট পুরস্কার মূল্য: মোট ৪৪ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৫৭৩ কোটি টাকা) পুরস্কার মূল্য দেওয়া হবে ফিফার তরফে। ২০১৮ সালের তুলনায় যা প্রায় ৪ কোটি ডলার বেশি। ২০১৪ বিশ্বকাপে পুরস্কার অর্থ ছিল ৩৫ কোটি ৮০ লক্ষ ডলার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে যোগ দেওয়া প্রতিটি দেশই কিছু না কিছু অর্থ পাবে।
আরও পড়ুন: ;FIFA World Cup 2022: কোন সমস্যার জন্য হ্যারি কেনের ইংল্যান্ডের ঘুম উড়ে গেল? জেনে নিন
আরও পড়ুন: FIFA World Cup 2022: কাপ যুদ্ধের আগেই বিপত্তি, নিগৃহীত সাংবাদিক! ক্ষমা চাইল ফিফা
প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলোর পুরস্কার মূল্য: যে দলগুলি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে, তাদের জন্য মাথা পিছু পুরস্কার মূল্য ৯০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি টাকা।
প্রি-কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় খেলা দলগুলোর পুরস্কার মূল্য: শেষ ষোলোয় পৌঁছলে দলগুলি পাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার ( ভারতীয় মুদ্রায় ১০৬ কোটি টাকা)।
কোয়ার্টার ফাইনাল বা শেষ ষোলোয় খেলা দলগুলোর পুরস্কার মূল্য: শেষ আটে ওঠা দলগুলি পেয়ে যাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১৩৮ কোটি টাকা)।
চতুর্থ স্থানে দলের পুরস্কার মূল্য: চতুর্থ স্থানাধিকারী দলের হাতে ফিফা তুলে দেবে ২৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২০৪ কোটি টাকা)।
তৃতীয় স্থানে দলের পুরস্কার মূল্য: তিন নম্বরে শেষ করা দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ২২০ কোটি টাকা)।
রানার্স আপ হওয়া দলের পুরস্কার মূল্য: ফাইনালে যে দল হারবে, তারা বাড়ি নিয়ে যাবে ৩০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২৪৫ কোটি টাকা)।
বিশ্বজয়ীদের পুরস্কার মূল্য: বিশ্বকাপ জয়ী দলের হাতে উঠবে ৪ কোটি ২০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ২৪৫ কোটি টাকা পাবে)।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)