Palak Muchhal-Mithoon Sharma’s wedding | গাঁটছড়া বাঁধলেন ‘আশিকি ২’-এর সঙ্গীত জুটি পলক-মিথুন! রইল বিয়ের প্রথম ছবি – News18 Bangla

Advertisement

#মুম্বই: গায়িকা পলক মুছাল রবিবার মুম্বাইয়ে সঙ্গীত সুরকার মিথুন শর্মার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। এই দম্পতি একই ক্যাপশন সহ ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা আছে, “আজ আমরা চিরকালের জন্য এক। চিরতরের শুরু এখানেই…♥️”

বিয়ের ছবিগুলিতে পলককে লাল লেহেঙ্গায় দেখা যায় এবং মিঠুন একটি বেইজ রঙের শেরওয়ানি পরেছিলেন। নববধূর লাল চুরি নজর কেড়েছে ছবিতে।

পলক মুছাল এবং মিঠুন শর্মার বিয়ের ছবি দেখুন:

গায়ক তুলসী কুমার ফটোগুলিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। পোস্টের কমেন্ট বিভাগে লিখেছেন, “❤️❤️❤️ আপনারা দুজনেই খুব সুন্দর দম্পতি @palakmuchhal3 @mithoon11।” গায়িকা জসলিন রয়েল একটি লাল হার্ট ইমোজি পোস্ট করেছেন।

আরও পড়ুন : TRP তলানিতে, তাই কি হঠাৎ বদলে গেল মিঠাই? নতুন চমকে অবাক দর্শক

 

পলক মুছালের ভাই পলাশ বিয়ের কিছু ভিতরের ছবি শেয়ার করেছেন, যেখানে অভিনেতা পার্থ সামথানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : চাপানো যাবে না হিন্দি ভাষা, কেন্দ্রের শিক্ষানীতির প্রতিবাদে রাস্তায় SFI

পলক মুছাল এবং মিথুন শর্মার প্রাক-বিবাহ উৎসবের ছবি এবং ভিডিওগুলি আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল। মুম্বাইয়ের আন্ধেরির মুছাল বাড়িতে এই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Published by:Aryama Das

First published:

Tags: Bolllywood, Bollywood Wedding, Celebrity Wedding

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।