বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan Property: শাহরুখের অতি বড় ভক্তরাও জানে না! রইল কিং খানের ৪ সবচেয়ে দামি সম্পত্তির খোঁজ
Advertisement
Updated: 02 Nov 2022, 05:28 PM IST লেখক Tulika Samadder
শাহরুখ খানের চোখ ধাঁধানো সম্পত্তির অঙ্ক সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। রইল তারই সামান্য কিছুর খোঁজ। দেখুন-
1/5শুরুটা একদম জিরো থেকে করেছিলেন শাহরুখ খান। একবার নিজেই জানিয়েছিলেন বাবার সঙ্গে সিনেমা দেখতে গেলেও সিনেমার টিকিট কেনার সামর্থ্য ছিল না! তবে তিনি এখন বলিউডের অন্যতম ধনী ব্যক্তি। কিং খানের ৫৭ বছরের জন্মদিনে চলুন জেনে নেই তাঁর বিলাসবহুল সম্পত্তির ব্যাপারে। 2/5শাহরুখ অর্জিত সবচেয়ে বড় সম্পত্তি মন্নত। তাঁর মতোই বিখ্যাত এই বাংলো। জুহুর প্রাণকেন্দ্রে, সমুদ্রমুখী এই বাংলোর দাম বর্তমানে ২০০ কোটি। যাতে একাধিক বেডরুম, লিভিং রুম, লাইব্রেরি, জিম, নিজস্ব থিয়েটার রয়েছে। 3/5দামি গাড়ির শখ রয়েছে বাদশার। তাঁর গ্যারেজে দাঁড়িয়ে থাকে বিশ্বের বিলাসবহুল সব গাড়ি। যার মধ্যে রয়েছে Rolls-Royce Phantom Drophead Coupe, দাম ৭ কোটি, একটি ৪ কোটি মূল্যের Bentley Continental GT ও নতুন Bugatti Veyron-র দাম তো ১৪ কোটি। এছাড়াও রয়েছে BMW i8 ও Bentley Continental GT।4/5লন্ডনে একটি ভিলা আছে শাহরুখ খানের যার বাজারমূল্য বর্তমানে ১৮৩ কোটি। পরিবার ও বন্ধুদের নিয়ে প্রায়ই ছুটি কাটাতে যান এখানে। সেন্ট্রাল লন্ডনের পার্ক প্রাইম অঞ্চলে হওয়ায় এটির লোকেশনও দুর্দান্ত। 5/5দুবাইয়ের পাম জুমেইরাহ আইল্যান্ডে বাংলো আছে শাহরুখের। যার নাম রেখেছেন জন্নত। দাম ১৮ কোটি। ৫০০ স্কয়ার ফিটের জন্নতে রয়েছে সুইমিং পুল, ৬টি শোয়ার ঘর, ৩টি গ্যারাজ-সহ বিলাসবহুল নানা ব্যবস্থা।