
খাসতালুকে রাজনৈতিক কর্মসূচি পালনে বিজেপি
বীরভূম তৃণমূলে প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিতে বিজেপি ঝাঁপানোর পরিকল্পনা করেছে। অনুব্রত মণ্ডল গরু পাচার-কাণ্ডে সিবিআই জালে। এই অবস্থায় তাঁর খাসতালুকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। রামপুরহাটে বিজেপি এদিন জনসভা করছে। এই জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য রাজ্য নেতৃত্বও।

অনুব্রত মণ্ডলের জেলায় বিজেপির কর্মকাণ্ড
শুধু জনসভা নয়, সাংগঠনিক বৈঠকও করবেন বিজেপি নেতারা। কেননা বিজেপি জানে, শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করলে বা অনুব্রতকে জেলে রাখলেই বিজেপি ভোটে জিতবে না। ভোটে জিততে গেলে সংগঠনকে মজবুত করতে হবে। বুথ সংগঠনে জোর দিতে হবে। তা না হলে জয় অধরাই থেকে যাবে। তাই অনুব্রত মণ্ডলের জেলায় বিজেপি এবার সাংগঠনিক শক্তি বাড়াতে বৈঠক শুরু করে দিচ্ছে।

বীরভূমকে এবার বিশেষ গুরুত্ব বিজেপির
পুজোর মাসে দীর্ঘ বিরতির পর বিজেপি এই প্রথম রাজনৈতিক সভা করতে চলেছে। বীরভূমকে এবার বিজেপি বিশেষ গুরুত্ব দিতে চাইছে। এর আগে ‘চোর ধরো জেল ভরো’ স্লোগানকে সামনে রেখে প্রতিবাদ মিছিল করেছে গেরুয়া শিবির। বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ ও সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়েছে। তারপর বোলপুরে অনুব্রত মণ্ডলের দুয়ারে তৃণমূল নেতাদের দুর্নীতি ইস্যুকে সামনে এনে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দলীয় কর্মীদের চাঙ্গা করতে বার্তা বিজেপির
তারপর ফের বীরভূমকেই বিজেপি বেছে নিয়েছে পঞ্চায়েতের আগে রাজনৈতিক কর্মসূচি শুরুর মঞ্চ হিসেবে। বুধবার রামপুরহাটে বিজেপির সভা হবে। সুকান্ত মজুমদার প্রধান বক্তে হিসেবে জেলা বিজেপি নেতৃত্বকে পঞ্চায়েতের পরিকল্পনা জানাবেন। তৃণমূলের দুর্নীতিকে নিশানা করবেন। দলীয় কর্মীদের চাঙ্গা করতে বীরভূমে আরও রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করতে পারেন তিনি।

সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়াস
এদিন সুকান্ত মজুমদার বা অন্যান্য বিজেপি নেতারা যে অনুব্রত মণ্ডলকে নিশানা করবেন, তা বলার অপেক্ষা রাখে না। অনুব্রত মণ্ডলের দুর্নীতি, বেনামি সম্পত্তি-সহ টাকার উৎস নিয়ে সরব হবেন বিজেপি নেতারা। বিজেপি এর পাশাপাশি ঘর গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। সংগঠনকে তাই আরও শক্তিশালী করার প্রয়াসও নেওয়া হচ্ছে। উৎসবের মরশুম শেষ হতেই অনুব্রত মণ্ডলের গড় দিয়ে শুরু হচ্ছে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড।