পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঘাটালের সাংসদ দেবকে তোপ দাগলেন খড়্গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। সেই তোপ গিয়ে পড়ল সাংসদ ব্যক্তিগত জীবনচর্চা দিকেও।
অনুষ্ঠানে হিরণ কারও নাম না করে বলেন,’ভোটের আগে আসব। ভোট মিটলে কলকাতার ফ্ল্যাটে গিয়ে থাকব। সাংসদ হিসাবে মাইনে নেবো আবার ঘাটালের কাজের জন্য কাটমানি খাব। গরুচোর এনামূলের টাকায় সিনেমা বানাবো।’ বিধায়কের কথাতেই স্পষ্ট তিনি সাংসদ বলতে দেবের দিকে তির ছুঁড়ছেন। অনুষ্ঠানে হিরণ আরও বলেন, ‘ওকে তো সিবিআই চা খায়ানোর জন্য ডেকেছিল, কফি খায়ানোর জন্য ডেকেছিল। উনি মালদ্বীপে গার্লফ্রেন্ড নিয়ে শুয়ে থাকবেন আর ঘাটালের মানুষ বন্যার জলে সুমিং করবেন।’
তবে অভিনয় জগতে ‘সহকর্মী’ হিরণেকে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটেননি দেব। তিনি এর জবাবে বলেন,’ আমি পাল্টা আক্রণের রাজনীতিতে বিশ্বাস করি না। ওর যা মনে হয় তা বলেছে। ঘাটালের মানুষ জানেন আমি কী করতে পেরেছি আর কী করতে পারিনি।’ ‘বন্ধু’ বিধায়কের রাজনৈতিক কেরিয়ারের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রাজনৈতিক কেরিয়ারে ও ভালো এগোচ্ছে। ওকে অনেক শুভেচ্ছা।’ তৃণমূল সাংসদ আরও জানিয়ে দেন,’ওকে এখনও আমি বন্ধু হিসাবে মানি।’
বছর পেরোলেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে কেন্দ্র শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদও। তার নবতম সংযোজন হিরণের দেবকে লক্ষ্য করে তোপ।
এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন,’দু’জনেই রুপোলি পর্দার থেকে আসা। সাংসদ হিসাবে দেব যথেষ্ট ভালো কাজ করছেন। তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি। তাঁকে লক্ষ্য করে এই ধরনের কুৎসা ঠিক নয়।’