ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে য়াওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফলাফল অন্যরকম হতেই পারত, যদি এইডেন মার্করামের একটি ক্যাচ বিরাট কোহলি মিস না করতেন। এছাড়াও দুটি রান আউটের সুযোগ মিস না করলে ফল অন্যরকম হতেই পারত। মার্করাম যখন ৩৫ রানে তখন তার ক্যাচ ফেলে দেন বিরাট কোহলি। এই ব্যাটসম্যান এর পূর্ণ সদ্ব্যবহার করেন এবং ৫২ রান করেন এবং দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ভারত দুটি রান আউটের সুযোগও এদিন হাতছাড়া করেছিল।
আরও পড়ুন… Syed Mushtaq Ali Trophy: ইডেনে সচিন-সঞ্জুর হাফ সেঞ্চুরি, তবু সৌরাষ্ট্রের কাছে ৯ রানে হারল কেরালা
আসলে রবিবার ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ৩০তম ম্যাচে পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানের টার্গেট দিয়ে ছিল ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা ক্যাচ মিস করেছিলেন। এটা তাদের পরাজয়ের অন্যতম প্রধান কারণ। এরই জবাব দিয়েছেন ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ভুবে ম্যাচের পরে সাংবাদিক সম্মেলনে এসে বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফলাফল অন্যরকম হতেই পারত, যদি মার্করামের ক্যাচ না ফেলতেন এবং দুটি রান আউটের সুযোগ মিস না করতেন।
আরও পড়ুন… Zim vs Ban: আমরা সবাই নার্ভাস ছিলাম- ম্যাচের সেরা কী বললেন তাসকিন আহমেদ?
ম্যাচের পর ভুবনেশ্বর কুমার সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি ক্যাচগুলো না ছেড়ে দিতাম, তাহলে ফল অন্যরকম হতেই পারত। ম্যাচগুলো ক্যাচ নিলে জেতা যায় এবং আমরা যদি সেই সুযোগগুলোকে পুঁজি করে কাজে লাগাতাম, তাহলে এটা একটা পার্থক্য করতে পারত। তবে আমি এর মতো কোনও বিশেষ মুহূর্তের দিকে ইঙ্গিত করব না।’
আমরা আপনাকে বলি যে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। এরপর নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৬ রানে জয় পেয়েছিল ভারত। কিন্তু ভারতের জয়ের হ্যাটট্রিক করতে দিল না দক্ষিণ আফ্রিকা। রোহিতদের জিততে দেয়নি মার্করাম ও মিলার। শেষ পর্যন্ত ৫ উইকেটে পরাজিত হয় টিম ইন্ডিয়া। ভারতকে এখন গ্রুপের আরও দুটি ম্যাচ খেলতে হবে। বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের ৩৫টি ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। এরপর ৬ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে এমসিজি-তে খেলতে নামবে রোহিত শর্মারা।