বাংলা নিউজ > ময়দান > IND vs NED: সূর্য-কোহলির ঝড় থেকে স্পিনিং জাল – কোন কোন কারণে ডাচদের দুরমুশ করল ভারত?
Advertisement
Updated: 27 Oct 2022, 03:53 PM IST লেখক Ayan Das
‘সহজ’ ম্যাচে কোনও অঘটন ঘটতে দিল না ভারত। নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৭৯ রান তোলে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৩ রানের বেশি তুলতে ডাচরা। কোন কোন কারণে ভারত জিতল, তা দেখে নিন –
1/6শেষ ১০ ওভারে ১১২ রান ভারতের: নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ১০ ওভারে এক উইকেটে মাত্র ৬৭ রান উঠেছিল। সেখান থেকে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৭৯ রান তোলে ভারত। অর্থাৎ শেষ ১০ ওভারে এক উইকেটে ১১২ রান ওঠে। সেটার কৃতিত্ব প্রাপ্য বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। তার ফলে লক্ষ্যমাত্রাটা নেদারল্যান্ডসের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। (ছবি সৌজন্যে এপি)2/6সূর্যকুমার যাদবের দুর্দান্ত অর্ধশতরান: ডাচ বোলাররা কার্যত কোনওরকম জায়গা দিচ্ছিলেন না। নিখুঁত পরিকল্পনা করে মাঠে নেমেছিলেন। সেটা কাজেও লাগাচ্ছিলেন। তা সত্ত্বেও ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন সূর্য। শেষ বলে ছক্কা মেরে অর্ধশতরান করেন। সাতটি চার এবং একটি ছক্কা মারেন। তাঁর সৌজন্যেই ভারতের ইনিংসে গতি আসে। শেষপর্যন্ত ১৭৯ রান তোলে ভারত। (ছবি সৌজন্যে এএফপি)3/6বিরাট কোহলির দুর্দান্ত ইনিংস: শুরুটা ঢিমেতালে করেছিলেন। তারপর এমন সব শট খেললেন, তা শুধু তাঁর পক্ষেই সম্ভব। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। সূর্য যখন বেধড়ক মারছিলেন, তখন ভারতের ইনিংস ধরে রাখেন। নিজেও মারতে থাকেন। বিশেষত নেদারল্যান্ডস ভালো করছিল। ফলে তা সামলে বড় স্কোর করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। (ছবি সৌজন্যে পিটিআই)4/6জোড়া মেডেন দিয়ে ইনিংস শুরু: জোড়া মেডেন দিয়ে শুরু করেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে তো উইকেটও নেন। গড়ে দেন জয়ের ভিত্তিপ্রস্তর। যা পরে কাজে লাগান অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনার। ম্যাচের সবমিলিয়ে তিন ওভারে দুটি মেডেন-সহ দুই উইকেট নেন ভুবি। খরচ করেন নয় রান।5/6অক্ষর প্যাটেলের দুর্দান্ত বোলিং: পাকিস্তান ম্যাচের ধাক্কা সামলে বৃহস্পতিবার সিডনিতে পুরনো ছন্দে ফেরেন অক্ষর। চার ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট নেন। আরও একটা উইকেট পেতে পারতেন। সহজ স্টাম্পিং ফস্কান দীনেশ কার্তিক। তাতে অবশ্য তেমন কোনও ফারাক হয়নি। নেদারল্যান্ডস ব্যাটারদের একবারে নিঃশ্বাস-প্রশ্বাসের সুযোগ দেননি। তিনি যে ধাক্কা দেন, সেখান থেকে ক্রমশ অতল গহ্বরে তলিয়ে যান ডাচরা। (ছবি সৌজন্যে এপি)6/6রবিচন্দ্রন অশ্বিনের বোলিং: পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে বোলিংয়েও ছন্দে ফিরলেন অশ্বিন। চার ওভারে ২১ রান দিয়ে দুই উইকেট নেন। অক্ষর যে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন, সেটার সদ্ব্যবহার করেন। নেদারল্যান্ডসকে স্পিনের জাল ভেদ করার সুযোগ দেননি। (ছবি সৌজন্যে এএফপি)