রাজ্য সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে। যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন। NCC-র তহবিল বন্ধ নিয়ে বিতর্কে এমনই আশঙ্কার কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘শুধু এনসিসির ফান্ড নয়, অনেক কিছুই বন্ধ। এই যে ঝড় আসার কথা ছিল। সিভিল ডিফেন্সের ছেলেগুলোকে কাজ করতে বলা হয়েছে। ওরা ৬ মাস বেতন পায় না। সরকার পুরো দেউলিয়া হয়ে গিয়েছে। এবং এরা কিছুদিনের মধ্যে বেতন দিতে পারবে না’।
সিলেবাস শেষ করতে পুজোর ছুটিতেই অনলাইন ক্লাস একাধিক স্কুলে
NCC-র তরফে রাজ্য সরকারের বিরুদ্ধে তহবিল বরাদ্দ না করার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ ৩ কোটি টাকা তহবিল পাওনা রয়েছে তাদের। যদিও রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন NCC-কে ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তবে NCC জানিয়েছে, তহবিল বরাদ্দ না করা হলে নতুন ক্যাডেট নিয়োগ করা সম্ভব হচ্ছে না।
এই নিয়ে শাসক দলকে বিঁধেছে সিপিআইএমও। তাদের দাবি, NCC করলে তো কেউ তৃণমূল করতে যাবে না। তৃণমূল বিশৃঙ্খলা চায়। তাই যুবকদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার প্রশিক্ষণে তৃণমূলের এত আপত্তি।